মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৫:৫৫ অপরাহ্ন
বিবিসি বাংলার খবরে বলা হয়, সৌদি আরবের মক্কা ও মদিনায় হয়ে থাকে হজের মূল আনুষ্ঠাকিতা। এবার করোনার কারণে প্রতীকী অর্থে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, করোনাভাইরাস মহামারির কারণে এবার বাইরের দেশ থেকে হজ করতে যাওয়ার সুযোগ বাতিল করা হচ্ছে। এবার হজের সুযোগ পাবেন শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।
গতকাল সোমবার সন্ধ্যায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।
বাংলাদেশ থেকে যারা নিবন্ধন করেছিলেন, তাদের কী হবে?
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ৩৭ হাজার মানুষ হজে অংশ নিতে পারতেন। ইতিমধ্যেই দেশের ৬১ হাজার মানুষ হজ করতে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী টাকাও জমা দিয়েছিলেন তারা। কিন্তু হজ ‘বাতিল’ হয়ে যাওয়ায় তাদের কী হবে?
নিবন্ধনকারীদের অর্থ কী ফেরত দেওয়া হবে, দিলে কোন প্রক্রিয়ায় দেওয়া হবে, নাকি আগামী বছর হজ নিবন্ধনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে-এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।