মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৬:২৩ অপরাহ্ন
ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। শুক্রবার সকালে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়। এতে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর রয়টার্স ও ভলকানো ডিসকভারির।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা ৪৩ মিনিটে ফিলিপাইনের লুজোঁ আইল্যান্ডের বাতানগাস প্রদেশের এই কম্পনে ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আতঙ্কে মানুষ বহুতল ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে। যদিও ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।