রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১১:৫১ অপরাহ্ন
বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের দীর্ঘতম চলমান টেলিভিশন চ্যানেল। আজ বিটিভির 56 তম জন্মবার্ষিকী।
25 ডিসেম্বর, 1964-এ বিটিভি ডিআইটি ভবনের প্রথম তলায় যাত্রা শুরু করে। ফেব্রুয়ারী 9, 1975 সালে, বিটিভি রামপুরায় তাদের নিজস্ব অফিস স্পেসে স্থানান্তরিত করে।
১৯৮০ সাল থেকে বিটিভি বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু করে।