মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন
সৈয়দ আমীর হোসেন জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ কালিহতী উপজেলার ঐতিয্যবাহি বাংড়া গ্রামের শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন কল্পে অভিভাবক ও বিদ্যানুরাগীদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শিক্ষানুরাগী,বিশিষ্ট সমাজসেবক ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও সন্মানিত সভাপতি সৈয়দ সাইফুল (কবির) এবং বাংড়া নব- জাগরণ সংস্থা (বানজাস) এর সন্মানিত সাধারন সম্পাদক সৈয়দ তৌহিদুর রহমান (লিটন)এর উপস্হিতি এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।গ্রামের জনসাধারণ সময়ের কন্ঠ কে জানান এর আগে কখনও স্কুলের পরিবেসের ও ছাত্র – ছাত্রীর লেখা পড়ার মানউন্নয়ন কল্পে এমন আয়োজন হয়নি।গ্রামবাসী সাধুবাদ জানান বর্তমান স্কুলের ম্যানেজিং কমিটি ও সন্মানিত সভাপতির প্রতি।অনু্ষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ৭নং সহদেবপুর ইউনিউনের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল বাছেদ ও ৫নং বাংড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ ও সমাজসেবক মোঃগিয়াস উদ্দিন এবং সৈয়দ আবুল হাসান আরো অনেকেই।